নিজ কর্মস্থলে গুলিবিদ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু এক বিএসএফ জওয়ানের। মাথায় পরপর দুটি গুলি লাগে যোগিন্দর সিং নামে এই জওয়ানের। বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনা সংঘটিত হয়েছে সাব্রুম মহকুমার কাঁঠালতলি বিওপিতে। ঘটনার পরপরই সহকর্মীরা তাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক যোগিন্দরকে মৃত বলে ঘোষণা করেন। তবে এই জওয়ান কি আত্মঘাতী হয়েছেন নাকি খুন হয়েছেন সেবিষয়ে মুখ খুলেন নি বাহিনীর পদাধিকারীরা।
# কর্মস্থলে গুলিবিদ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু # camera iphone 8 plus apk
Không có nhận xét nào:
Đăng nhận xét