রজ্যবাসীকে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে আগামী ২০ ফেব্রুয়ারি রাজ্য আসছেন আরো একজন নিউরো সার্জন। জিবির নিউরো ইউনিটে কাজে যোগ দেবেন তিনি। শুক্রবারই নিউরো সার্জিক্যাল ইউনিট পুনরায় পরিদর্শন করে যাবতীয় পরিষেবা খতিয়ে দেখলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। মূলত হাসপাতালে কোথায় কোথায় দুর্বলতা কিংবা সমস্যা রয়েছে সেগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করে স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি রক্তের স্বল্পতা দূর করার জন্যও আহ্বান রেখেছেন স্বাস্থ্যমন্ত্রী।
# প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ # camera iphone 8 plus apk
Không có nhận xét nào:
Đăng nhận xét